রাঙামাটি থেকে মিশু দে।। রাঙামাটির নব নির্বাচিত পৌর পরিষদের মেয়র কাউন্সিলরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে রাঙামাটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পৌর পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় রাঙামাটি পৌরসভার কনফারেন্স কক্ষে।
এই সময় দ্বিতীয়বারের মত নির্বাচিত পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও পৌর কাউন্সিলরদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাঙামাটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপন কুমার ঘোষ, সহ সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার,অরুপ মুৎসদ্দী, সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক পঞ্চানন ভট্টচার্য,সাংগঠনিক সম্পাদক কুশল চৌধূরী, দপ্তর সম্পাদক ইন্টু মনি চাকমা, প্রকাশনা সম্পাদক লোমা লুসাই, সদস্য ধর্মকৃর্তি চাকমা,নবাশীষ চাকমা,দীপক দাশ, লাকী বিশ্বাস,পল্লবী চাকমা,আনন্দ রানী চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলাররা শান্তি সম্প্রীতির পরিচ্ছন্ন রাঙামাটি গঠনে সকলে সহযোগিতা কামনা করেন।