9/14/2025
প্রেস বিজ্ঞপ্তি - ১৪ সেপ্টেম্বর ২০২৫
যুব ঐক্য পরিষদের বর্ধিত সভায় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা যথাযথ মর্যাদায় পালনের উপর গুরুত্বারোপ
গতকাল ১৩ সেপ্টেম্বর, ২০২৫ শনিবার বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি সজীব বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ উপস্থিত ছিলেন।

