9/7/2025
প্রেস বিজ্ঞপ্তি - ৭ সেপ্টেম্বর ২০২৫
ভারত সরকারের নতুন অভিবাসন আইন - সংখ্যালঘু নিঃস্বকরণ প্রক্রিয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ঐক্য পরিষদের
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে সংগঠনের সভাপতিত্রয় অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, মি. ঊষাতন তালুকদার ও মি. নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এক বিবৃতিতে ভারত সরকার কর্তৃক বলবৎ করা উক্ত আইনের প্রতিক্রিয়ায় বলেছেন, এতে করে এদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের দেশত্যাগের প্রবণতা বৃদ্ধি পাবে। ভারত সরকারের এই ধরনের সিদ্ধান্তে কী নীতি কাজ করছে এবং ভবিষ্যতে বাংলাদেশে দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হতে পারে সে বিষয়টি বাংলাদেশ সরকারকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণে নেয়া উচিত।

