7/30/2025
প্রেস বিজ্ঞপ্তি - ৩০ জুলাই ২০২৫
গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি ঐক্য পরিষদের
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের নেতৃত্বে এক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ২৯ জুলাই, ২০২৫ রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামের সাম্প্রাতিক সাম্প্রদায়িক সহিংসতা কবলিত হিন্দুপাড়া পরিদর্শন করেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোপাল বর্মন, সংগঠনের রংপুর জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় ও অলোক কুমার নাথ, যুব ও ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা ও সজীব সরকার, সন্তু সাহা প্রমুখ।

