12/27/2025
প্রেস বিজ্ঞপ্তি - ২৭ ডিসেম্বর ২০২৫
নির্বাচনের পূর্বাপর পরিস্থিতি নিয়ে জনগণ শঙ্কিত: নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকারের বিষয়টি অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি
সংখ্যালঘুদের উপর সহিংসতা ও বিচারহীনতা চলমান; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে সংখ্যালঘুদের অংশগ্রহণ ও অংশীদারিত্বে সুযোগ ও অধিকার ক্রমশ হ্রাস পাওয়া; সাংবিধানিকভাবে সমঅধিকার, সমমর্যাদা ও ধর্মনিরপেক্ষতা আজ চ্যালেঞ্জের মুখে; মত প্রকাশের সুযোগ ক্রমশ সঙ্কুচিত; সাম্প্রদায়িক ও মব সৃষ্টিকারী ব্যক্তির কাছে নতজানু সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে সংখ্যালঘু বিরোধী করা এবং বহুত্ববাদ দিয়ে ধর্মনিরপেক্ষতাকে সরিয়ে দেয়া যা বাংলাদেশের মূল নীতির পরিপন্থী। এই বাস্তবতায় সকল আলোচক সংখ্যালঘু মানুষের মানবাধিকার আন্দোলন দেশের সকল নাগরিকের আন্দোলনে পরিণত করার আহবান জানান।

