প্রেস বিজ্ঞপ্তি - ২২ ডিসেম্বর ২০২৫
সংখ্যালঘু ঐক্যমোর্চার বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দঃ অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা ও নৃশংসতায় তীব্র ক্ষোভ
চলতি বছরে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অর্ধশতাধিক হত্যাসহ অর্ধ সহস্রাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। শুধুমাত্র ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহেই ৫ জন সংখ্যালঘুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের ২ ডিসেম্বর নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার, ৫ ডিসেম্বর ফরিদপুরের সালফায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, ৬ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় এবং ১৮ ডিসেম্বর রাত ৯টায় কথিত ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে অর্ধমৃত করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে বর্বরোচিতভাবে হত্যা। এছাড়াও গত ১৯ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে ঝিনাইদহে গোপাল বিশ্বাস নামের এক রিক্সাচালককে স্থানীয় পৌরসভা গেইটের সামনে একদল উচ্ছৃঙ্খল জনতা ভারতীয় গুপ্তচর ‘র’র এজেন্ট ট্যাগ লাগিয়ে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে কথিত ছাত্র-জনতা।

