ছাত্র ও যুবকদের জন্য পৃথক দুইটি সংগঠন করার ঘোষণা
আজ ৮ জুন ২০১৮ইং শুক্রবার, পুরান পল্টন, ঢাকার মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ছাত্র যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এডভোকেট প্রশান্ত বড়ুয়া। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত । সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জয়ন্ত সেন দিপু, প্রফেসর নিম চন্দ্র ভৌমিক এবং ছাত্র যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতিদ্বয় নির্মল চ্যাটারজি এবং উইলিয়াম প্রলয় সমাদ্দার। উক্ত সভায় বক্তব্য রাখেনঃ এডভোকেট তাপস পাল, এডভোকেট শ্যামল রায় প্রমুখ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রজ গোপাল দেবনাথ, সন্তোষ দেব, তাপস কুণ্ডু, এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাগর হালদার, দীপালী চক্রবর্তী, ঊর্মি ঢালি, মাধুরী চক্রবর্তী, ব্যারিস্টার তাপস কান্তি বল প্রমুখ। সভাটি পরিচালনা করেন রমেন মণ্ডল এবং এডভোকেট পাপ্পু সাহা। ছাত্র যুব ঐক্য পরিষদের নেত্রীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট কিশোর কুমার রায় চৌধুরী, মিথুন কুমার রায়, বিপ্লব চক্রবর্তী, সঞ্জয় গোস্বামী, নারদ চন্দ্র গোপ, সাজিব সাহা বাপ্পি, পলাশ ভৌমিক, হিল্লোল সরকার, রিপন রায়, ডেভিড বৈদ্য, উত্তম কুমার, কৃষ্ণ ঘোষ, সুমন দেবনাথ, সুবিনয় মল্লিক, রথিন্দ্র লাল দাশ ভক্ত, সঞ্জয় ঘাস্কেস, সোউমিত্র সাহা, আম্বেদকার চাকমা, তাপস কুমার দাশ, বিজয় বড়ুয়া, রামকান্ত দাশ, আনুপ কুমার বর্মণ, জয়দেব চক্রবর্তী, বিশ্বজিৎ দে, ধনঞ্জয় দাশ, দেবাসিস রায়, বিজয় কৃষ্ণ দাশ, দেবাসিস দাসগুপ্ত, শ্যামল পালিত, সুবল ঘোষ, আনন্দ কুমার, দিলিপ কুমার গৌর, রতন সরকার, দেবাসিশ সিকদার, শিমুল সাহা, দেবাসিশ সিকদার, লিটন দাশ, সুজিত দাশ, সুমন রায়, বরন চক্রবর্তী, প্রসেঞ্জিত, প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র ও যুবকদের জন্য পৃথক দুইটি সংগঠন করার ঘোষণা দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র যুব ঐক্য পরিষদকে কাজ করার জন্য আহবান জানান।