সাম্প্রদায়িক সহিংষতা চিরতরে বন্ধসহ বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ৭ দফা দাবিতে পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি চলছে।শনিবার সকালে শহরের লঞ্চঘাট চত্বরে সকাল সন্ধ্যা গণ অনশন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখা, রাজনৈতিক নেতাসহ হিন্দু ধর্মীয় একাধিক সংগঠন ও ভক্তবৃন্দ।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যাণ্যার্জী, সাধারণ সম্পাদক এড. সঞ্জয় খাশকেল প্রমূখ।
গণ অনশনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জাসদ পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক স ম দেলোয়ার হোসেন দীলিপ প্রমূখ। এসময় সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ ভক্তরা উপস্থিত ছিলেন।