All News General News Press Conference/ Press Realese Religion & discussion

শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে গণস্বাক্ষর অভিযানসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মতবিনিময়

নিজস্ব বার্তা পরিবেশক।। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের এক ভার্চ্যুয়াল সভায় দেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি, গণস্বাক্ষর অভিযান এবং গণমিছিলসহ সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। ১২ আগস্ট অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও।

সভার সূচনায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্ত বিরাজিত পরিস্থিতি এবং আগামি দিনের কর্মসূচি তুলে ধরেন।

আলোচনায় অংশগ্রহণ করেন ঐক্য পরিষদের সভাপতিম-লীর সদস্য কাজল দেবনাথ ও বাসুদেব ধর, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর ঘোষ ও এ্যাড. কিশোর রঞ্জন ম-ল এবং শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোবিন্দ চন্দ্র ম-ল ও অধ্যাপক চন্দন সরকার, সদস্য সচিব অধ্যাপক রণজিৎ কুমার নাথ, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. সুমন সাহা, অধ্যাপক ড. সন্তোষ দেব, অধ্যাপক বিষ্ণুপদ ঘোষ, অধ্যাপক প্রশান্ত সরকার, অধ্যাপক বিজিত পাল ও অধ্যাপক নিত্যানন্দ হালদার, অধ্যাপক সুকিলেশ চন্দ্র কর্মকার, অধ্যাপক কৃষ্ণদুলাল ঘোষ। সভায় পরিষদ বার্তার প্রযুক্তি সমন্বয়ক প্রকৌশলী শুভ্রদেব করও যোগ দেন।

মনীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় সভায় গণস্বাক্ষর অভিযানের নির্ধারিত ছকসহ বিস্তারিত তুলে ধরেন শুভ্রদেব কর।