All News Community Press Conference/ Press Realese

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হল জাতীয় সংখ্যালঘু কনভেনশন

১২/০১/২০১৮ তারিখে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আগামী জাতীয় নির্বাচনকে  সামনে রেখে অনুষ্ঠিত হল জাতীয় সংখ্যালঘু কনভেনশন। এই কনভেনশনের আয়োজনে ছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতীয় পর্যায়ের সংখ্যালঘুদের স্বার্থ ও সুরক্ষায় কাজ করা আরও ১৮টি সংগঠন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। বক্তব্যে তিনি মূলত এই কনভেনশন আয়োজনের প্রয়োজনীয়তা ও কারণ ব্যখ্যা করেন এবং একই সাথে এই কনভেনশন থেকে সকলের কাম্য ও প্রত্যাশার দিকটি তুলে ধরেন। তিনি সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবধ্য হওয়ার আহ্বান করেন। অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্ত। স্বাগত বক্তব্যের পরে ৭ দফা দাবি পাঠ করেন এডভোকেট তাপস পাল। প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যের শুরুতেই সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন এটি সম্প্রদায়ের কনভেনশন কিন্তু  সাম্প্রদায়িক নয়। তিনি আরও বলেন নির্বাচন একটি উৎসবের মতো কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যে এটি আতঙ্কের নাম। নির্বাচনের জয়ী কিংবা বিজয়ী কোন দলের রোষানল থেকেই বাঁচতে পারে না তারা। কনভেনশনে বক্তব্য রাখেন আরও অনেক প্রখ্যাতজন এবং সকলে এই মর্মে আশাবাদ ব্যাক্ত করেন যে আগামী নির্বাচনে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষায় সকলে একজোট হয়ে কাজ করবেন।