নারায়ণগঞ্জ প্রতিনিধি : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও চট্টগ্রামের রহমতগঞ্জে অবস্থিত দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ভবন ভাঙচুর ও রূপগঞ্জ সাওঘাট ঋষিপাড়া মন্দির ভাংচুর ও হিন্দুপাড়ায় হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
শনিবার (০৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল।
এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলার সাংগঠনিক সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, সিদ্ধিরগঞ্জ থানা ঐক্য পরিষদে সভাপতি কালীপদ মল্লিক, বন্দর থানার সভাপতি শংকর চন্দ্র দাস, মহানগরের যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার দাস, সদর উপজেলা ঐক্য পরিষদ সভাপতিমন্ডলীর সদস্য প্রদীপ দাস, প্রদীপ মন্ডল, মহানগরের নেতা অরুণ দেবনাথ, কৃষ্ণ আচার্য্য, পিন্টু রায়, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এ্যাড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, জেলার যুগ্ম সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক পলাশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, স্নিগ্ধ রক্ষিত, প্রণয় সাহা, সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, বন্দরের সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক সঞ্জয় পোদ্দার, সদস্য সচিব গোপাল বর্মন, যুব ঐক্য পরিষদের নেতা, শ্যামল মজুমদার, অমিত আচার্য, অনিক চন্দ্র মন্ডল প্রমুখ।
রাজশাহী
রাজশাহী সংবাদদাতা ।। শনিবার বিকেল চারটায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রণজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ,পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কার্তিক চন্দ্র হালদার , পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের আহবায়ক রুদ্র ধর, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ আরো অনেকে । মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজশাহী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধি।। পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলা, কিশোরী মেয়েদের ধর্মান্তরিত করা, চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী নেতা যতীন্দ্র মোহন সেনগুপ্তের ঐতিহাসিক ভবন ভাঙচুর, হিন্দুদের জমিজমা জবর দখলের সহ সারা দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে শনিবার মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টামন্ডলির সদস্য এ্যাড. তারক চন্দ্র সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলির সদস্য তপন কর্মকার, মংথান তালুকদার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, পৌর শাখার সভাপতি চিন্ময় বণিক, জেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক এ্যাড. বিভারানী সাহা, ইসকনের আহ্লাদ গোবিন্দ দাস, পৌর ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন কর্মকার প্রমুখ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
রংপুর
রংপুর প্রতিনিধি।। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে পরিষদের রংপুর জেলা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। সভাপতিত্ব করেন জেলা সভাপতি বনমালী পাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়।বশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ রংপুর জেলার সিনিয়র সহ সভাপতি সুশান্ত ভৌমিক, মহিলা ঐক্য পরিষদ জেলার সাধারণ সম্পাদক পারুল সরকার, ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলার সভাপতি ও ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রহলাদ রায় প্রমুখ। মানববন্ধন-সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রংপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যতীন্দ্র মোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়ি সংস্কার করে জাদুঘর হিসেবে সংরক্ষণ, সারাদেশে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতভিটা ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।