All News Editorial General News

৬ এপ্রিল মুসলিম হলে ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে

সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ০৫/০৩/২০১৮

 

৬ এপ্রিল মুসলিম হলে ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশে
গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে

– এডভোকেট রানা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির পৃথক পৃথক দু’টি সভায় প্রধান অতিথির ভাষণ দান কালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুদের প্রাণের দাবী ৭ দফা ও নির্বাচনের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী অক্টোবর মাসের মধ্যে ৮টি বিভাগীয় সদরে ৮টি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৬ এপ্রিল বেলা ১টায় চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হবে। ৩ ও ৪ মার্চ চট্টগ্রামের সংগঠন কার্যালয়ে প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী’র সভাপতিত্বে এডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, এডভোকেট রতন লাল ভৌমিক, তাপস হোড়, এডভোকেট সমীর চন্দ্র কর, শুকদেব নাথ তপন, শিব প্রসাদ মজুমদার, শিপন মজুমদার, দুলাল চৌধুরী, অধ্যক্ষ বিজয় লক্ষ্মীদেবী, দিপংকর চৌধুরী কাজল, রেবতী মোহন নাথ, পংকজ বৈদ্য সুজন, কংকন দাশ শর্মা, মতিলাল দেওয়ানজী, মুক্তিযোদ্ধা ধীলন কান্তি ধর, সুকান্ত দত্ত, রমাকান্ত সিংহ, সুমন কান্তি দে, হরিপদ দে, সাংবাদিক সুজিত কুমার দাশ, অমল সিকদার, এডভোকেট রুবেল পাল ও মৃদুল চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রানা দাশগুপ্ত বলেন; ইতিমধ্যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনজীবনে বিরাজিত সমস্যাবলী সরকারী দলসহ প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক আলোচনায় তুলে ধরা হয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এসব সমস্যাবলী নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সাথে দীর্ঘ বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন; এ বৈঠকে নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার এবং নির্বাচনী কর্মকান্ডে মঠ-মন্দির-মসজিদ-গীর্জা ব্যবহার নিষিদ্ধ, নির্বাচনী প্রচারনায় সাম্প্রদায়িক বিদ্বেষ মূলক বক্তব্য, বিবৃতিদানকারীর প্রার্থীর প্রার্থীতা বাতিল এবং নির্বাচনের পূর্বাপর সংখ্যালঘু-আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবী জানানো হয়েছে। এডভোকেট দাশ গুপ্ত আরো বলেন; পূর্বেকার মতো সহিংস পরিস্থিতি উদ্ভবজনিত কারণে সংখ্যালঘু-আদীবাসি জনগোষ্ঠী ভোটকেন্দ্রে যেতে না পারলে তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে, সকল রাজনৈতিক দল ও জোট এবং সরকারকে গ্রহণ করতে হবে।

বার্ত পরিবেশনা
(বিকাশ মজুমদার)
সহ-সাধারণ সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টন ঐক্য পরিষদ
চট্টগ্রাম মহানগর